১৯৮৩ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ জারির ২৬ বৎসর পর ৫ নভেম্বর ২০০৯ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। বর্তমানে ইহা খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ (২০১৮ সনের ১৮নং আইন) ধারা পরিচালিত হচ্ছে।
নভেম্বর ২০১১ খ্রিস্টাব্দ থেকে ট্রাস্টের জন্য ৮২ নং তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকায় একটি কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। যা বর্তমানে ওয়াক্ফ ভবন (৮ম তলা), ৪, নিউ ইস্কাটন রোড, ঢাকায় অবস্থিত। এর কার্যক্রম পরিচালনার জন্য ৭ জন স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাস্টের অনুকূলে বরাদ্দকৃত ৫ কোটি টাকার এনডাওমেন্ট তহবিল ১৯-০৭-২০১১ খ্রিস্টাব্দ তারিখে ব্যাংকে স্থায়ী আমানত করা হয়েছে। স্থায়ী আমানতের সুদের টাকায় মূলত: ট্রাস্টের অনুদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। খ্রিস্টান ধর্মীয় চার্চ/গির্জা/উপাসনালয়ের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য আর্থিক সহায়তা, ধর্মীয় উৎসব পালনের জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে খ্রিস্ট ধর্ম চর্চার ক্ষেত্র তৈরী, সামগ্রিক উন্নয়ন, পবিত্রতা রক্ষা প্রভৃতি কার্যাবলী যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে ট্রাস্টি বোর্ড যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে থাকেন। বর্তমানে ট্রাস্টের কার্যক্রম ও কর্ম-তৎপরতা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে।