১৭ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৬.০০ ঘটিকায় ট্রাস্ট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোল করা হয়। অত:পর সকাল ৮ ঘটিকায় ঢাকার তেজগাঁও হলি রোজারি চার্চে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আত্মার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা/খ্রীষ্টযাগের আয়োজন করা হয়। প্রার্থনা পরিচালনা করেন তেজগাঁও চার্চের পাল-পুরোহিত ফাদার সুব্রত বি. গমেজ। প্রার্থনানুষ্ঠানের পর জন্মদিনের কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন পাল-পুরোহিত ফাদার সুব্রত বি. গমেজ, ট্রাস্টের ট্রাস্টি ও সচিব জনাব নির্মল রোজারিও, ট্রাস্টি উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জনাব জেমস সুব্রত হাজরা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, সিস্টার রেভা ডি’ কস্তা, আরএনডিএম। বক্তব্যের পর ট্রাস্টের সচিব অতিথি ও শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবাষির্কী উপলক্ষে কেক কাটেন। কেক কাটার পর একটি আনন্দ র্যালি বের করা হয়।
এছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মঙ্গল কামনা করে দেশের সকল চার্চ/গির্জা/উপাসনালয়ে বিশেষ প্রার্থনা পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়। চার্চের পাশে অবস্থিত বটমলী হোম অর্ফানেজসহ আরো ০২টি দুস্থ-অসহায় কেন্দ্রে মুরগীর মাংস সরবরাহ করা হয়েছে। বিশেষ প্রার্থনায় অংশগ্রহণকারী খ্রিস্টভক্তদের মধ্যে হালকা স্ন্যাক্স-এর পেকেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের সংবাদ বাংলাদেশ টেলিভিশসহ বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি