Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০২৩

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৯তম নীতি-নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-05-07

।। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৯তম নীতি-নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠতি ।।

 

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গত ২৮ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ,  শুক্রবার, নাটোর জেলার  বড়াইগ্রাম থানাধীন বোর্ণী ধর্মপল্লীর মিলনায়তনে ছাত্র-যুবকদের নীতি-নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল- ৯:০০ টা থেকে ৩.০০টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালয় সভাপতিত্ব করেন ট্রাস্টের ট্রাস্টি ও সচিব মিঃ নির্মল রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি।

 

কর্মশালায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সম্পর্কে এবং কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্যের উপর বক্তব্য রাখেন ট্রাস্টি ও সচিব মিঃ নির্মল রোজারিও। ‘পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় নীতি-নৈতিকতা সম্পন্ন যুব সমাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন ফাদার দীপক এন্ড্রু কস্তা, ওএমআই এবং ‘দেশে সম্প্রীতিপূর্ণ সমাজব্যবস্থা গঠনে যুব সমাজের ভূমিকা ও করণীয়’ শীর্ষক বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন ফাদার দিলীপ এস. কস্তা। কর্মশালায় নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা থেকে বিভিন্ন চার্চের অন্তর্ভুক্ত ১৮০ জন ছাত্র যুবক অংশগ্রহণ করেন।

 

কর্মশালাটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন বোর্ণী ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুশান্ত এস. কস্তা, সহকারী পালপুরোহিত ফাদার অনীল মারান্ডী, সেন্ট লুইজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার মিন্টু রয় এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিঃ লুইস গমেজ। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ট্রাস্টের উপ-পরিচালক মিঃ লিন্টাস রক রোজারিও এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন প্রশাসনিক কর্মকর্তা মিঃ জন চন্দন মন্ডল।

 

এখানে উল্লেখ্য যে, ২৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ বিকেল ৪.০০ টায় একই স্থানে ধর্মীয়, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাদের সমন্বয়ে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অংশীজন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪১ জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশীজন সভায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং এর সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি