খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২১তম বোর্ড সভা গত ১৬.০৬.২০২১ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, বেলা ৩.০০ ঘটিকায় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান,এমপি মহোদয়ের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-১৫১৫, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্মানিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান মহোদয়গণ ও ভাইস-চেয়ারম্যান এবং সকল ট্রাস্টিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখিত ২১তম বোর্ড সভায় ১৩০টি চার্চ/গীর্জা/উপাসনালয়/কবরস্থানের উন্নয়ন, মেরামত, সংস্কার, বাউন্ডারী নির্মাণ ও মাটিভরাট কাজের জন্য ৭১,২৫,০০০/- (একাত্তর লক্ষ পঁচিশ হাজার) টাকা অনুদান অনুমোদন দেয়া হয়েছে। সারাদেশে লগডাউন শেষ হলে চেক বিতরণের তারখি, সময় ও স্থান সকল অনুদান প্রাপ্ত চার্চ/গীর্জা/উপাসনালয়/কবরস্থানের সকল কর্তৃপক্ষকে পরবর্তীতে জানানো হবে।