১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনানুষ্ঠান অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকাল ৬.০০ ঘটিকায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে তেজগাঁও হলি রোজারি চার্চে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য যাঁরা ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৫ আগষ্ট শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার কল্যাণ কামনা করে এক বিশেষ খ্রিস্টযাগ/প্রার্থনা অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত ফাদার ঝলক আন্তনী দেশাই। খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিঃ নির্মল রোজারিও, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জেমস সুব্রত হাজরা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিঃ থিওফিল রোজারিও, দপ্তর সম্পাদক মিঃ স্বপন রোজারিও, রমনা থানা শাখার সাধারন সম্পাদক মিঃ অরুনেশ বাড়ৈ, লক্ষীবাজার থানা শাখার সাধারণ সম্পাদক মিঃ ভিক্টর রে’সহ ফাদার, সিস্টার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।