Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২২

ব্রিটেনের মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর আত্মার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাে অনুষ্ঠিত হয়


প্রকাশন তারিখ : 2022-09-13

ব্রিটেনের মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর আত্মার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাে অনুষ্ঠিত হয়

 

ব্রিটেনের মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর মহাপ্রয়াণে রাষ্ট্রীয়ভাবে ০৩ দিনের শোক পালনের অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ৮.৩০ ঘটিকায় তাঁর আত্মার মঙ্গল ও চিরশান্তি কামনা করে তেজগাঁও হলি রোজারি চার্চে এক বিশেষ খ্রিস্টযাগ/প্রার্থনার আয়োজন করা হয়। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত এ প্রার্থনানুষ্ঠানে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর শ্রদ্ধেয় ফাদার ড. মিন্টু এল. পালমা। প্রার্থনানুষ্ঠানে ফাদার, ব্রাদার, সিস্টার এবং সামাজিক নেতৃবৃন্দসহ সাধারণ খ্রিস্টভক্তগণ অংশগ্রহণ করেন। প্রার্থনানুষ্ঠানের পর খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও-এর নেতৃত্বে ৪ জনের একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ব্রিটিশ দুতাবাসে গিয়ে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নির্ধারিত শোক বইয়ে শোক জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, একই দিনে ঢাকার আর্চবিশপ বিজয় এন, ডি’ ক্রুজ, সিএসসি মহোদয়ের নির্দেশনায় ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জের ২৫টি চার্চে বিশেষ প্রার্থনা করা হয়েছে। এছাড়ও বরিশালে চার্চ অব বাংলাদেশের বিশপ সৌরভ ফলিয়ার উদ্যোগে সেন্ট জন ব্যাপ্টিষ্ট চার্চ, খ্রীষ্ট রাজার গীর্জা এবং চার্চ অব বাংলাদেশের এফিপানি চার্চে বিশেষ প্রার্থনা করা হয়। কুষ্ঠিয়া জেলায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, কুষ্ঠিয়া জেলা শাখা কর্তৃক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। তেজগাঁও হলি রোজারি চার্চে আয়োজিত প্রার্থনার সংবাদ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশনে পরিবেশন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।