Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০২৩

১০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২৬তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশন তারিখ : 2023-12-30

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, বিকেল ৩.০০ ঘটিকায় বাংলাদেশ সচিবালয়ে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২৬তম বোর্ড সভা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান,এমপি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

শুভ বড়দিন-২০২৩ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২,০০,০০০/- (দুই কোটি) টাকার চেক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন চার্চ/গীর্জা/উপাসনালয়ের জন্য অনুদান প্রদান করেছেন। সভায় এনডাওমেন্ট তহবিলের আয় থেকে ৩৮টি চার্চকে ১০ লক্ষ টাকা এবং মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদান ২ (দুই) কোটি টাকা হতে ১ (এক) কোটি ৯৫ (পঁচানব্বই) লক্ষ টাকা ৬৯৯টি চার্চকে অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় শুভ বড়দিন-২০২৩ উপলক্ষে  মোট ২ (দুই) কোটি ৫ (পাঁচ) লক্ষ টাকা ৭৩৭টি চার্চ/গীর্জা/উপাসনালয়ের জন্য অনুদান অনুমোদন করা হয়েছে। যা বিতরণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

সভায় ট্রাস্টের বর্তমান সচিব জনাব নির্মল রোজারিও’র চাকুরির চুক্তির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনায় বর্তমান ট্রাস্টি বোর্ডের মেয়াদ পর্যন্ত ট্রাস্টের সচিব জনাব নির্মল রোজারিও-কে আগামী ফেব্রুয়ারি-২০২৪ খ্রিস্টাব্দ হতে মার্চ-২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার,এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও ট্রাস্টি জনাব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ট্রাস্টি ডঃ বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, জনাব উইলিয়াম প্রলয় সমদ্দার, জনাব জেমস সুব্রত হাজরা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন অনুবিভাগ) জনাব সাবিনা আলম এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব জনাব নির্মল রোজারিও উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সহযোগিতা করেন ট্রাস্টের উপপরিচালক জনাব লিন্টাস রক রোজারিও এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব জন চন্দন মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি