১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন
গতকাল ১৫ আগস্ট, ২০২২ সকাল ৮.০০ ঘটিকায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঢাকার তেজগাঁও হলি রোজারি চার্চে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য যাঁরা ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৫ আগষ্ট শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার মঙ্গল কামনা করে এক বিশেষ প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রার্থনানুষ্ঠানে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুব্রত বি, গমেজ।
প্রার্থনানুষ্ঠানের পর এক সংক্ষিপ্ত আলোচনানুষ্ঠানে বক্তব্য রাখেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব মি: নির্মল রোজারিও, ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, জেমস সুব্রত হাজরা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এবং বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাদার জলক আন্তনী দেশাই, সিস্টার নিবেদিতা, এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, নির্বাহী সদস্য ভিক্টর রে, এসোসিয়েশন মিরপুর শাখার সভাপতি যোসেফ স্বপন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মলয় নাথসহ ব্রতধারি-ব্রতধারিনী ও বিপুল সংখ্যক খ্রিস্টভক্ত। দিবসটি উপলক্ষে বিভিন্ন এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে দুস্থদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি