Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০১৯

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠিত ২০১৯


প্রকাশন তারিখ : 2019-08-18

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ সকাল ৮.০০ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে তেজগাঁও হলি রোজারি চার্চে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য যাঁরা ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৫ আগষ্ট শহীদ হয়ে ছিলেন তাঁদের আত্মার কল্যাণ কামনা করে এক বিশেষ খ্রিস্টযাগ/প্রার্থনা অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার কমল কোড়াইয়া। খ্রিস্টযাগের পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং সচিব নির্মল রোজারিও।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জেমস সুব্রত হাজরা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, শিক্ষা সম্পাদক ডানিয়েল সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানকিন, নির্বাহী সদস্য পিটার রতন কোড়াইয়া, ভিক্টর রে’, এসোসিয়েশন মোহাম্মদপুর শাখার সভাপতি আন্তন হালদার, মিরপুর শাখার সভাপতি যোসেফ স্বপন চৌধুরী, বনানী শাখার সভাপতি সেবাষ্টিন বাড়ৈসহ ব্রতধারি-ব্রতধারিনী ও বিপুল সংখ্যক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে দুস্থদের জন্য বিশেষ খাবার পরিবেশনের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।