Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জানুয়ারি ২০২১

২০তম বোর্ড সভায় ২৫৪টি চার্চ/ গীর্জা/ কবরস্থান/ উপাসনালয়কে মোট ১,৩৭,৮০,০০০/- (এক কোটি সাতত্রিশ লক্ষ আশি হাজার) টাকা অনুমোদন দেয় হয়েছে


প্রকাশন তারিখ : 2021-01-22

গত ২৩ ডিসেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ, সময়ঃ বেলা ১২.০০ ঘটিকায় ট্রাস্টি বোর্ডের ২০তম সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরদিুল হক খান, এমপি। সভায় উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব জুয়েল আরেং, এমপি ও এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, এমপি, ভাইস-চেয়ারম্যান ড. নমিতা হালদার, এনডিসি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: নূরুল ইসলাম, পিএইচ.ডি, সম্মানিত ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জনাব বাবু মার্কুস গমেজ, জনাব জেমস সুব্রত হাজরা, জনাব উইলিয়াম প্রলয় সমদ্দার এবং ট্রাস্টি ও সচিব জনাব নির্মল রোজারিও। আলোচ্যসূচী ও কার্যপত্র অনুযায়ী বিভিন্ন চার্চের আবেদনের প্রেক্ষিতে নিম্নবর্ণিত চার্চ/ গীর্জা/ কবরস্থান/ উপাসনালয়/ কবরস্থানের অনুকূলে অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ঃ

সর্বসাকুল্যে ২৫৪টি চার্চ / গীর্জা/ কবরস্থান/ উপাসনালয়কে মোট ১,৩৭,৮০,০০০/- (এক কোটি সাতত্রিশ লক্ষ আশি হাজার) টাকা অনুদান প্রদানের জন্য অনুমোদন দেয়া হয়েছে। অনুদান বিতরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।