Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০১৬

সরকারের ৭ বছরের অগ্রগতির তথ্য প্রচারের ব্যবস্থাকরণ প্রসঙ্গে


প্রকাশন তারিখ : 2016-03-28

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শুরু থেকে এপর্যন্ত কার্যক্রম সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য আপনাদের অবগতির জন্য নিম্নে প্রদান করা হলঃ-

১। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাঃ ১৯৮৩ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিষয়ক অধ্যাদেশ জারির ২৬ বৎসর পর বিগত সরকারের আমলে ৫ নভেম্বর ২০০৯ খ্রিস্টাব্দে বহু প্রত্যাশিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। ইহা ধর্ম মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা, যা পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড রয়েছে। ৭ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ভাইস-চেয়ারম্যান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এম.পি, ট্রাস্টি-জনাব হিউবার্ট গমেজ, মিসেস রীনা দাস, জনাব জেমস সুব্রত হাজরা, জনাব উইলিয়াম প্রলয় সমদ্দার এবং ট্রাস্টি ও সচিব জনাব নির্মল রোজারিও।

২। তহবিল সংক্রান্তনঃ সরকার ২০১১ খ্রিস্টাব্দের জুলাই মাসে ট্রাস্টের কার্যক্রম পরিচালনার জন্য ৫ কোটি টাকার এনডাওমেন্ট তহবিল ছারপূর্বক ট্রাস্টের নামে ১টি স্থায়ী আমানত করেছে। স্থায়ী আমানতের সুদের টাকায় ট্রাস্টের পরিচালনা ব্যয় নির্বাহসহ বিভিন্ন চার্চের অনুকূলে অনুদান প্রদান করা হয়। ২০১৫-২০১৬ অর্থ বছরে ট্রাস্টের পরিচালনা ব্যয়ের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।     

৩। অফিস স্থাপন ও কর্মী নিয়োগ সংক্রান্তঃ  নভেম্বর ২০১১ মাস থেকে ট্রাস্টের জন্য ৮২নং তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকায় কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে ৫ জন স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাস্টি বোর্ডের সভায় ১১জন কর্মকর্তা/কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়াও ট্রাস্টের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রবিধানমালা, নিয়োগবিধি, অর্গানোগ্রাম, সরঞ্জামদির তালিকা প্রণয়ন করা হয়েছে, যা বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

৪। অনুদান প্রদানঃ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে এপর্যন্ত ১৮৯ টি চার্চকে ১ কোটি ৩৫ লক্ষ টাকা মেরামত, সংস্কার, নির্মাণ, মাটিভরাট, কবরস্থানের বাউন্ডারী নির্মাণের জন্য অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। 

৫। জাতীয় দিবস উদযাপনঃ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রতি বৎসর ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তেজগাঁও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ ছাড়াও বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের স্মরণেও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।