Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০১৬

চেক বিতরণ ও বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-02-02

গত ২৬ জানুয়ারী-২০১৬ ট্রাস্টের কার্যালয়ে চেক বিতরণ ও বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চেক বিতরণ ও বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি ও সচিব জনাব নির্মল রোজারিও, ট্রাস্টি জনাব হিউবার্ট গমেজ, জনাব উইলিয়াম প্রলয় সমদ্দার, তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবার্ট টি রোজারিও, নাটোর জেলার বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বিকাশ রিবেরু ও দেশের বিভিন্ন চার্চ/উপাসনালয়ের পালক, পুরোহিত, সভাপতি, সম্পাদকসহ শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, ট্রাস্টের ১৪ তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক ৮ম কিস্তিতে ৫৬ টি চার্চকে সর্বমোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। চেক বিতরণের পর ২০১৫ খ্রিস্টাব্দের বড়দিন পুনর্মিলনীর অংশ হিসেবে প্রধান অতিথি একটি কেক কাটেন। এ সময় ফাদার আলবার্ট টি রোজারিও দেশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।  

বর্তমান সরকারের বিগত আমলে ৫ নভেম্বর ২০০৯ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর নভেম্বর ২০১১ মাস থেকে ট্রাস্টের জন্য ৮২নং তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকায় কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন গির্জা, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের নির্মাণ, মেরামত, সংস্কার, মাটিভরাট ও উন্নয়নের কাজের জন্য সর্বমোট ১৮৯টি চার্চ, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানের  অনূকুলে ১ কোটি ৩৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।