Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জুন ২০২৩

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০তম নীতি-নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-06-08

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০তম নীতি-নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গত ০২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ,  শ্রক্রবার, খুলনা জেলায় সিএসএস আভা সেন্টার কনফারেন্স হলে ২০তম ‘নীতি-নৈতিকতা বিষয়ক যুব কর্মশালা’ অনুষ্ঠিত হয়। সকাল- ৯:৩০ ঘটিকা থেকে ২.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালয় সভাপতিত্ব করেন ট্রাস্টের ট্রাস্টি ও সচিব মিঃ নির্মল রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ জেমস্ রমেন বৈরাগী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের মাননীয় ভাইস-চেয়ারম্যান ড. নমিতা হালদার, এনডিসি।

 

কর্মশালায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সম্পর্কে এবং নীতি-নৈতিকতা বিষয়ক যুব কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্যের উপর স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি ও সচিব মিঃ নির্মল রোজারিও। ‘পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় নীতি-নৈতিকতা সম্পন্ন যুব সমাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন শ্রদ্ধেয় ফাদার বাবলু লরেন্স সরকার, এবং ‘দেশে সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা ও করণীয়’ শীর্ষক বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন সম্মানিত পাস্টর সাগর গাঙ্গুলী। কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন চার্চের অন্তর্ভুক্ত ১৯০ জন ছাত্র-যুবক ও ফাদারগনসহ বিভিন্ন এলাকার অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

 

কর্মশালাটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন খুলনা ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার জুয়েল ম্যাকফিল্ড ও যুব কমিশনের পরিচালক শ্রদ্ধেয় ফাদার রিপন সরদার। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ট্রাস্টের উপ-পরিচালক মিঃ লিন্টাস রক রোজারিও এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন প্রশাসনিক কর্মকর্তা মিঃ জন চন্দন মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি