Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৭

২০টি চার্চকে অনুদানের চেক বিতরণ ২০ সেপ্টেম্বর-২০১৭


প্রকাশন তারিখ : 2017-09-24

২০ সেপ্টেম্বর, ২০১৭ খ্রিঃ তারিখে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২০টি চার্চ ও উপাসনালয়ের অনুকূলে ৭ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে। ট্রাস্টের ট্রাস্টি ও সচিব জনাব নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান জনাব জুয়েল আরেং, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি জনাব জেমস্ সুব্রত হাজরা ও জনাব উইলিয়াম প্রলয় সমদ্দার।

যেসব চার্চ ও উপাসনালয়সমূহকে অনুদানের চেক বিতরণ করা হয়- (১) সরিষাবাড়ী এ.জি চার্চ, (২) আমলাহার ব্যাপ্টিষ্ট চার্চ, (৩) ইউনাইটেড বেথানী চার্চ, (৪) লাউডোব ব্যাপ্টিষ্ট চার্চ, (৫) সেন্ট মাইকেলস্ ক্যাথলিক গীর্জা, (৬) ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজা গীর্জা (লাউডোব কাথলিক চার্চ), (৭) সাধু লরেন্স কাথলিক মিশন, (৮) সেন্ট যোসেফস্ সাব সেন্টার, কুমরুল উপ-ধর্মপল্লী, বনপাড়া, (৯) ঘোষনগর টালিথা কুমী চার্চ, (১০) চরফলিমারী ফেইথ বাইবেল চার্চ অব গড, (১১) যীশু হৃদয় গীর্জা, (১২) সাধ্বী মনিকার গীর্জা, (১৩) ফেইথ বাইবেল চার্চ অব গড, (১৪) ইম্মানুয়েল চার্চ অব বাংলাদেশ, (১৫) শশিকর ব্যাপ্টিষ্ট চার্চ, (১৬) আদমপুর লুথারেন গীর্জা, (১৭) বল্লা উপ-ধর্মপল্লী, সেন্ট প্যাট্রিক ধর্মপল্লী, জাফলং, (১৮) রাংরাপাড়া ব্যাপ্টিষ্ট চার্চ, (১৯) ডবলছড়া পুঞ্জি চার্চ ও (২০) রাজঘাট ব্যাপ্টিষ্ট চার্চ।